বিশ্বের সেরা পুরুষ স্নাইপার সিমো হায়া
বিশ্বের সেরা পুরুষ স্নাইপার হলেন সিমো হায়া । গুগল এটাই
বলছে , এখানে সেরা বলা হয়েছে একারনে তিনি স্নাইপার হিসেবে
সবচেয়ে বেশী মানুষ মেরেছেন |
তার শিকার সংখ্যা ৭০০+ এর মধ্য 500 মেরেছেন স্নাইপার দিয়ে আর ২০০ +মেরেছেন সাবমেশিনগাণ দিয়ে |তিনি "হোয়াইট ডেথ "নামে পরিচিত |তার
শিকারগুলো ছিলো সোভিয়েত ইউনিয়ন-ফিনল্যানড এর মধ্য Winter WAr
এর সময়ে । তিনি Iron Sighted রাইফেল ব্যবহার করতেন |
বিশ্বের সেরা মহিলা স্নাইপার হলেন লুধমিলা পাভ্লিচেঙ্কো | দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই লেডি ডেথ কমপক্ষে ৩০০ নাৎসী সদস্যকে একাই হত্যা করেছিলেন তার স্নাইপার বন্দুক দিয়ে। বর্তমানের ইউক্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল বৃহত্তর সোভিয়েত ইউনিয়নের অংশ।
সেসময় ইউক্রেনে জন্মগ্রহন করা এই নারী যোদ্ধা লুধমিলা পাভ্লিচেঙ্কো
জার্মান বাহিনীর বিরুদ্ধে বীরত্বসূচক উপাধিও পেয়েছিলেন।ইনি কি আসলেই কি
মহিলা না অন্য কিছু এ ব্যাপারে আমার confusion আছে কেমনে সমভব |
ওনারে নিয়ে নাকি মুভিও তৈরী হয়েছে।